নিজস্ব প্রতিবেদক:
ফেইসবুকে মেয়েদের গ্রুপ গার্লস এম্পাওয়ার্ডের আয়োজনে নারায়ণগঞ্জে শনিবার থেকে ৫দিন ব্যাপী ঈদ মেলা অনুষ্ঠিত হচ্ছে। ঈদ উপলক্ষে মেলা চলবে শনিবার ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত। মেলা অনুষ্ঠিত হচ্ছে রাইফেল ক্লাবের ৩য় তলায়।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় থাকছে উদ্যোক্তাদের সেল বাড়ানোর জন্য ক্রয় এর উপর ফ্রি মেহেদি, ফ্রি ফটোশুট, লটারির ব্যবস্থা থাকছে মেলা চলাকালীন সময়ে ক্রেতাদের জন্যে। এছাড়াও থাকছে আরো বিভিন্ন ধরনের অফার। স্টলে থাকছে বিভিন্ন রকম ঈদ অরনামেন্টস। সেই সাথে থাকছে পন্য ক্রয় এর উপর ডিসকাউন্ট।
আরোও থাকছে মেকআপ প্রোডাক্ট, হোমমেড প্রোডাক্ট, ড্রেস, শাড়ি, আরো অনেক কিছুর স্টল আর ডিসকাউন্ট।
আর উদ্যোক্তাদের মালামালের নিরাপত্তার জন্য ফুল সিকিউরিটি থাকবে। নারীরা তাদের নিজস্ব সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন মেলায়।
গ্রুপ এডমিন হিসেবে আছেন তানহা হোসাইন, নিশাত ফারজানা জেনী, সামিয়া রহমান সংজ্ঞা।
তানহা হোসাইন বলেন, গার্লস এম্পাওয়ার্ড হচ্ছে একটা প্লাটফর্ম। এই প্লাটফর্ম থেকেই আমরা মেলার আয়োজন করেছি কারন তাহলে সবাই সুযোগ পায় মেলায় অংশগ্রহন করার। অনলাইনে যারা এত সেলপোষ্ট করে বা দেখে তারাও সবাই সরাসরি মেলায় আসলো। আর মেলাটা করার ফলে সবার সাথে পরিচিতি ও হওয়া যায়। পরিচিতি যদি ভালো হয় তাহলে সবকিছুর জন্য রেসপন্সটাও ভালোও পাওয়া যায়। প্রতিটি পদক্ষেপে সকলের সাহায্য পাওয়া যাবে।
তিনি আরও বলেন, মেলার উদ্যোগ নেওয়ার সাথে সাথে অনলাইনে সবার কাছে অনেক ভালো রেসপন্স পেয়েছি। সবাই মিলে একটি আলোকিত বন্ধুত্বের বন্ধন তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য।