আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Important Notice: Dear Munna Khan, kindly settle Invoice #CIT-246357 ASAP. For any inquiries, feel free to contact us. Thank you! www.contriverit.com

যমুনা ডিপো, ফতুল্লার যানজটের মূল কারণ

যমুনা ডিপো

যমুনা ডিপোনিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের চাষাড়া-পাগলা সড়কের সবচেয়ে ব্যস্ততম জায়গা হচ্ছে ফতুল্লা সড়ক। ফতুল্লা সড়কটির দুই ধারে বেশ বড় বড় শিল্প-কারখানা গড়ে উঠেছে। এই সমস্ত শিল্প-কারখানার সকল পণ্যবাহী গাড়ী, বিসিক শিল্প নগরীর র্গামেন্টস , ডাইং এর পণ্য লোড-্আনলোড এর গাড়ী, মুন্সিগঞ্জ, মুক্তারপুর লাইনের যাত্রীবাহি বাস , নারায়ণগঞ্জ-পাগলা লাইনের যাত্রীবাহি বাস, নির্মাণ সামগ্রীর যেমন- ইট, সিমেন্ট, বালি ইত্যাদি পণ্যের পরিবহণের গাড়ী এই সড়ক দিয়ে যাতায়াত করে থাকে।

ভুক্তভোগী এই সড়কের যাতায়াতকারী গাড়ীর চালকদের সাথে কথা বলে জানা যায় যে, এই সড়কের প্রায় সবসময় যানজটের কবলে পড়তে হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে ফতুল্লার যমুনা ডিপোর গাড়ীগুলোর কারণে। তারা আরো জানান যে, যানজটের কারণে তাদের গাড়ীর ট্রিপের সংখ্যা কমে গেছে এবং ট্রিপের সংখ্যা কমে যাবার কারণে তাদের আয়-রোজগার কমে গেছে।

সরজমিনে দেখা যায় যে, ডিপো এলাকায় বেশ বড়সড় পার্কিং জোন থাকা সত্তেও ডিপোর গাড়ীগুলো এলোপাতাড়িভাবে রাস্তার আশে-পাশ্বের সড়ক, রাস্তার এপাড়-ওপাড়, মানুষের চলাচলের জায়গায় গাড়ীগুলো পার্ক করে রাখা হয়েছে। এছাড়া ডিপোর যে সকল গাড়ীগুলো নষ্ট হয়ে আছে সেগুলো রাস্তার দুই পার্শ্বে দীর্ঘদিন যাবৎ ফেলে রাখা হয়েছে । এছাড়া ডিপোর লোড-আনলোডকৃত অনেক গাড়ী প্রায় প্রধান সড়কের অর্ধেক রাস্তা দখল নিয়ে পার্ক করে রাখা হয়েছে। এতে প্রধান সড়কটি সংকীর্ন হয়ে গেছে। এছাড়া প্রায় দিনের সবসময়ই গাড়ীগুলো ডিপো থেকে ভিতরে প্রবেশ এবং বাহিরে প্রবেশ করা হচ্ছে সড়কের অন্যান্য গাড়ীগুলো আটকে রেখে। এর ফলে এই ব্যস্ত সড়ক দিয়ে যে, অন্যান্য লাইনের গাড়ী চলাচল করে সেই সমস্ত গাড়ীগুলো ঘন্টার পর ঘন্টা ভয়াবহ যানজটের কবলে পড়তে হচ্ছে। ফুটপাতবিহীন এই সড়ক দিয়ে শিল্প এলাকার শ্রমিকরা মৃত্যুঝুঁকি নিয়ে যানবাহনের সাথে গা ঘেঁষে সড়কের উপর দিয়ে চলাচল করে। এতে প্রায় সময় দূর্ঘটনা ঘটছে। বিভিন্ন লাইনের বড় বড় যাত্রীবাহি বাসগুলো এ সড়কের উপর চলাচলকারী যাত্রীদের সাথে কথা বলে জানা যায় যে, এই সড়ক দিয়ে গন্তব্যে পৌঁছেতে ঘন্টার পর ঘন্টা তীর্ব যানজটের কবলে আমাদের পড়তে হচ্ছে, এতে আমরা যে, নির্দিষ্ট কাজের জন্য আসি তা কার্যসর্ম্পন্ন না করেই ফিরে আসতে হয়।

আর যানজটের কবলে পড়ে মহিলা ও ছোট ছোট শিশুরা গাড়ীর মধ্যেই অসুস্থ হয়ে পড়ে। তাই এই দূঃসহ যানজটের কবল থেকে এই ব্যস্ত সড়কটিকে রক্ষা করতে হলে এ সড়কের যমুনা ডিপোর গাড়ীগুলো যেন তাদের পার্কিং জোনের মধ্যে রাখাতে বাধ্য করতে হবে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনসাধারন মনে করে যে, ডিপোর গাড়ীগুলো যদি নিয়মবর্হিভুত রাস্তার মধ্যে পার্কিং করে রাখে তাহলে যথাযথ আইনানুন ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে অন্ততঃ জনসাধারন এই দুঃসহ যানজন থেকে মুক্তি পাবে।