আজ বুধবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মুড়াপাড়ায় শাহজাহান ভূঁইয়ার জানাজায় মানুষের ঢল

টি.আই.আরিফ :

রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঐতিহ্যবাহী সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. শামীম আজিজ, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বরকত আলী, আওয়ামীলীগ নেতা আজমত আলী,মান্নান মুন্সি,ভিপি মনির, মাছুম চৌধুরী অপু, ফারুক হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক, যুবলীগ নেতা খালিদ হাসান, সাবেক ছাত্রলীগ নেতা আশিক প্রমুখ। পরে মাছিমপুরের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে দুপুর ২টা থেকে এই জানাজাকে কেন্দ্র করে কলেজ মাঠে ঢল নামে হাজারো মানুষের।
জানাজায় রূপগঞ্জের রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অনেককে তার স্মৃতিচারণ করে কাঁদতে দেখা যায়।
গত বৃহস্পতিবার বিকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।