পাকিস্তান মুসলিম লীগের সভাপতির পদ হারালেন নওয়াজ শরীফসংবাদচর্চা ডেস্ক:
দুর্নীতি মামলার সঠিক বিচার হলে অভিযুক্ত মানুষটিকে সব কিছু হারাতে হয়। প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর এবার পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) প্রধানের পদ হারালেন নওয়াজ শরীফ। বুধবার সাবেক এই প্রধানমন্ত্রীকে পিএমএল-এন দলের প্রধান হিসেবে অযোগ্য ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর দ্য ডন’র।
২০১৭-র নির্বাচন বিধি নিয়ে একটি মামলায় শীর্ষ আদালত বলেন, সংবিধানের ৬২ এবং ৬৩ ধারা অনুযায়ী দলের শীর্ষ পদে থাকতে পারবেন না নওয়াজ শরিফ। অতএব সেই পদ ধরে রাখার কোনও মানেই নেই নওয়াজের।
উল্লেখ্য, এর আগে নওয়াজ শরীফকে পানামা পেপারস কেলেঙ্কারির রায়ে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করে। এরপর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি। এবার তার বিরুদ্ধে রায় যাওয়ায় দলের শীর্ষ পদ হারালেন তিনি। পাশাপাশি আগামী মাসে পাকিস্তান সংসদের উচ্চকক্ষের নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবেন না তিনি।