নবকুমার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশ বাসিকে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জন্য নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন ১৯৭১ সালের রণাঙ্গণের খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
শনিবার রূপসী গাজী ভবনে ৪৭ তম মহান বিজয় দিবস উপলক্ষে এক সাক্ষাত কারে তিনি এ আহবান জানান।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যুদ্ধে ঝাপি পড়ে ছিলাম। ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। কিন্তু আমাদের বিজয়ের পূর্ণতা পেয়ে ছিলো ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিলো জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে নিজের জীবনবাজি রেখে সংগ্রাম করে যাচ্ছেন।
দেশ বাসিকে আগামী ৩০ ডিসেম্বর সারা দিন নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, এবারের নির্বাচনে দুটি পক্ষ অংশ নিচ্ছে। একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অপরটি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া এবং ড. কামাল হোসেন । স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে আবার জঙ্গিবাদের উত্থান হবে। মুক্তিযুদ্ধরা লাঞ্ছিত হবে। দেশের উন্নয়ন পিছিয়ে যাবে। বাংলার জনগণকে ১৯৭১ সালের মত আবার বিএনপি জামায়াত স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে জেগে উঠতে হবে। নৌকায় ভোট দিতে হবে। তবেই শহীদদের আত্নার শান্তি পাবে।
এসময় তিনি ১৯৭১ সালের সকল শহীদদের শান্তি কামনা করেন।