সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করছি। আমাদের মিছিলে বা সমাবেশে আওয়ামী লীগের দোসরদের রাখবেন না।
ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল রূপগঞ্জের তারাবো পৌরসভা যুবদল আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এসব কথা বলেন।
রনি আরও বলেন, যুবদলে সন্ত্রাসী, কিশোরগ্যাং থাকবে না। আমরা তারেক রহমানের সৈনিক। আমাদের উদ্দেশ্য সৎ থাকলে আমরা সফল হবো।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তারাব পৌর যুবদলের আহবায়ক আফজাল কবীরসহ অনেকে।