সংবাদচর্চা অনলাইনঃ
ফতুল্লার ভূইগড়ে মাস্ক না পরে চলাফেরা করায় ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরিন আক্তার ও কামরুল হাসান মারুফ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এ সময়ে ৯জনকে ২হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, সরকারি নির্দেশ অমান্য করে মানুষ মাস্ক না পরে ঘুরাফেরা করছে। এতে মহামারি করোনা ভাইরাস সংক্রমণের ঝুকি বাড়ছে। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে এ আদালত পরিচালনা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বেঞ্চ সহকারী মোঃ শাহাদাত হোসেন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।