আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাষ্টারদা সূর্য সেনের স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদচর্চা রিপোর্ট:

বৃটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাষ্টারদা সূর্য সেনের ৮৫ তম ফাঁসি দিবসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক বেলাল হাসাইনের সভাপতিত্বে আলোচনা করেন বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার অর্থসম্পাদক মুন্নি সরদার, সরকারি মহিলা কলেজের সভাপতি সানজিদা শান্ত, কদম রসুল কলেজের সংগঠক রাকিবুল হাসান রবিন,মাহাফুজুর রহমান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, বৃটিশরা ভারতবর্ষ পৌনে দুইশত বছর শাসন করেছে। মাষ্টারদা সূর্যসেনের মতো বীর বিপ্লবীদের আত্মদানের মধ্যে দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তিনি চট্টগ্রাম রিপাবলিকার আর্মি গঠন করে ১৯৩০ সালে চট্টগ্রামে বৃটিশ শাসনের বিরুদ্ধে যুববিদ্রোহের নেতৃত্ব দেন। ১৯৩০ সালে ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামকে স্বাধীন করে রাখেন। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি বৃটিশ সরকার তাঁকে ফাঁসি দেন। মাষ্টারদা সূর্য সেনের মৃত্যু বৃটিশ বিরোধী আন্দোলনকে আরো বেগবান করে। এক সময় বৃটিশ শাসকরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়।

তাই আজ মাষ্টারদা সূর্য সেনের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে সকল প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই গড়ে তোলার জন্য ছাত্র যুবসমাজের প্রতি উদাত্ত আহবান জানান নেতৃবৃন্দ।