Thursday , October 18 2018

নির্বাচনের মাঠে নামছেন খালেদা জিয়া

নির্বাচনের মাঠে নামছেন খালেদা জিয়ামাঠে

টি.আই.আরিফ:একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকী আছে এখনো বছর খানেক তাফসিল ঘোষণা করা হয় নি ।বিএনপি সহ বাংলাদেশের সকল দল নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে ।বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া  ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে মাঠে নামবেন।

গোপন ভাবে বিএনপির প্রার্থীদের নিয়ে আলোচনা করা হচ্ছে।এবার তারা নিবার্চন বর্জন করবে না।শেষ পর্যন্ত মাঠে থাকবে।প্রার্থিতা নিয়ে গত সপ্তাহে ২০ দলীয় জোটের সাথে বৈঠক করেছেন খালেদা জিয়া।

ওই বৈঠকে উত্তর সিটিতে জোটগতভাবে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত হয়েছে। বিএনপিতে মেয়র পদে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও বিগত নির্বাচনে দলের প্রার্থী তাবিথ আউয়ালকেই মনোনয়ন দেয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে আছে।

২০ দলীয় জোটের মধ্যেও মেয়র পদে একাধিক প্রার্থী রয়েছেন। জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মো: সেলিম উদ্দিন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। প্রচারণাও চালাচ্ছেন তিনি। জানা গেছে, বিএনপি স্থায়ী কমিটির আগামীকালের বৈঠকে দল ও জোটের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

বিএনপি হাইকমান্ডের পছন্দের প্রার্থী তালিকায় এক নম্বরে থাকা তাবিথ আউয়াল নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন। তেজগাঁওয়ে নির্বাচনী অফিস খুলেছেন। নির্বাচনী ইশতেহার তৈরির কাজও চলছে। মরহুম মেয়র আনিসুল হকের ইতিবাচক সব পরিকল্পনা বাস্তবায়ন কিংবা অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেয়ার প্রতিশ্রুতিসহ আগামীতে সুন্দর ও বাসযোগ্য ঢাকা মহানগরী গড়তে চমকপ্রদ নানা উদ্যোগের কথা থাকছে তার ইশতেহারে।

প্রতি মুহুর্তের খবর পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *