আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাঝিনা ফাযিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মন্ত্রী গাজী

নবকুমার:

রূপগঞ্জ উপজেলার মাঝিনা  আহাম্মদিয়া ফাযিল মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার( ১৪ সেপ্টেম্বর ) তিনি এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি জায়েদ আলী সহ মাঝিনা আহমাদিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা।

জানা গেছে , বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন শেষে  গোলাম দস্তগীর বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে মাদ্রাসা শিক্ষার বিপ্লব ঘটেছে। কওমী শিক্ষাকে আওয়ামী লীগ সরকার স্বীকৃতি দিয়েছে। মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতা নিশ্চিত করেছে বর্তমান সরকার।

তিনি বলেন, বিএনপি জামায়াত ধর্ম নিয়ে নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করে। ওরা ধর্মীয় প্রতিষ্ঠানের কোন উন্নয়ন করে নাই।