আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহানগর স্বেচ্ছাসেবক লীগের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

মহানগর স্বেচ্ছাসেবক লীগে

মহানগর স্বেচ্ছাসেবক লীগে

 

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ।
শুক্রবার সকালে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচী পালন করে তারা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়টি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে।
এসময় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন বলেন, স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা ৪দিন ব্যাপি কর্মসূচী গ্রহন করেছি, এর মাঝে বিভিন্ন ওয়ার্ডে আলোচনা সভা ও কেক কাটা এবং আগামী ৩১ জুলাই বন্দরে জনসমাবেশের মধ্যে দিয়ে এ কর্মসূচী শেষ হবে।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম পলাশ, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মুক্তার, সহ- সাংগঠনিক সম্পাদক মাকসুদ হোসেন রকি, উজ্জল চন্দ্র দে, রকিবুল আলম রেসিন, সজিব মোল্লা, চঞ্চল মাহমুদ, সাদিয়া ইসলাম সান্তা প্রমূখ।