আজ সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

মমতার ভবানীপুরে ভোট ৩০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ৫ মে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক নিয়ম মেনে ৫ নভেম্বরের মধ্যে তাকে বিধায়ক হয়ে আসতে হবে। বহু জল্পনার পর এবার ভবানীপুরের ভোটগ্রহণের দিন ক্ষণ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা অক্টোবরের ৩ তারিখ ।

গত বিধানসভা ভোটে ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি ২১ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর তার পরেই তৃণমূল সূত্রে জানা যায়, এই আসনে প্রার্থী হবেন মমতাই। তাই উপনির্বাচন ঘোষণার অনেক আগে মে মাস থেকেই ওই আসনের উপনির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ে তৃণমূলের শীর্ষ নেতারা। নন্দীগ্রাম বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করে সামন্য ভোটে হেরে গেছেন মমতা ব্যানার্জী। ভোটকারচুপি করার অভিযোগ তিনি হাইকোর্টে মামলা করেছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ