আজ বুধবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মমতার বিরুদ্ধে লড়তে বিজেপির প্রার্থী ঘোষণা

অনলাইন ডেস্ক:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে পশ্চিমবঙ্গের ভবানীপুরে উপনির্বাচনে আইনজীবী প্রিয়াংকা ট্রিবেওয়ালকে বেছে নিয়েছে বিজেপি। শুক্রবার এই আসনসহ তিনটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে কেন্দ্রের ক্ষমতাসীন দলটি।

ভবানীপুরে বামদের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে শ্রীজীব বিশ্বাসকে। এখানে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে।ভবানীপুর বিধানসভার উপ-নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন ব্যারাকপুরের বিজেপি সংসদ সদস্য অর্জুন সিং।

ভবানীপুর উপনির্বাচন ছাড়াও শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরে নির্বাচন হওয়ার কথা রয়েছে ৩০ সেপ্টেম্বর। শমসেরগঞ্জে বিজেপির প্রার্থী করা হয়েছে মিলন ঘোষকে। অপরদিকে জঙ্গিপুরে বিজেপি প্রার্থী করেছে সুজিত দাসকে।

স্পন্সরেড আর্টিকেলঃ