আজ বুধবার, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মন কর সাদা

করোনার ভয়াবহ রুপ
চারিদিক লক ডাউন
চলছে প্রচার নির্দেশনা
পুলিশ প্রশাসনের সর্তকতা।
ঘড়ে থাকতে চায়না সব জনতা
শর্তভেঙ্গে কৌতুহলী চলাফেরা
মৃত্যু জালে বিশ্ব স্তব্ধ
বিশ্ববাসী মুক্তি প্রার্থনায় মত্ত।
নিজ হাতে নেই বিশ্বাস
সর্তকতায় হাত পরিস্কার
শুধু হাত পরিস্কারে যাবেনা বাঁচা
মন যদি না হয় সাদা।
এম এস ইসলাম আরজু
সহ সভাপতি- কবিয়াল।