নবকুমার:
নিজ নির্বাচনী এলাকা রূপগঞ্জে ৭ টা মসজিদ ১ টা মন্দির নির্মানের জন্য অনুদান দিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সদস্য সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শুক্রবার (২৫ শ্রাবন, ৯ আগস্ট) সকালে রূপসী গাজী ভবনে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক তার ঐচ্ছিক তহবিল থেকে এসব অনুদান বিতরণ করেছেন।
মসজিদ গুলোর মধ্যে রয়েছে বায়তুল ফালাহ জামে মসজিদ, কর্ণগোপ জামে মসজিদ, পশ্চিমপাড়া জামে মসজিদ, রূপসী প্রধানবাড়ি জামে মসজিদ, শান্তিনগর টিনশেড জামে মসজিদ, চনপাড়া পূর্ণবাসন আল আরাফাহ মাদ্রাসা । প্রত্যেক মসজিদকে ৫০ হাজার করে টাকার দিয়েছেন।
এছাড়া ভোলাব কালী মন্দির নির্মানের জন্য ৫০ হাজার টাকার অনুদান দেয়া হয়েছে। বরাব রোজবার্ড কিন্ডারগার্টেন এবং রূপসী শহিদ বকুল স্মৃতি সংসদকে অনুদান দিয়েছে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি আজ মোট সাড়ে ৪ লাখ টাকা বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো: ফিরুজ ভুঁইয়া, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবসহ প্রত্যেক মসজিদ মন্দির মাদ্রাসার সভাপতি সাধারণ সম্পাদক সহ অনেকে।
অনুদান বিতরণ শেষে গোলাম দস্তগীর গাজী বলেন, রূপগঞ্জে কোন মসজিদ মন্দির মাদ্রাসা অবহেলিত থাকবে না। যেখানে মসজিদ দরকার আছে সেখানে তা নির্মান করা হবে।
তিনি আরো বলেন, যেখানে দুর্নীতি আছে সেখানে উন্নয়ন নেই। উন্নয়নের জন্য সবাইকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।
প্রসঙ্গত গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক রূপগঞ্জে সব ধর্মের মানুষকে সহায়তা দেয়। তার পদচারণা বদলে যাচ্ছে রূপগঞ্জের উন্নয়ন চিত্র। দূর হচ্ছে বেকার সমস্যা।