আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীকে জনতা উচ্চ বিদ্যালয়ের শুভেচ্ছা

সংবাদচর্চা রিপোর্ট: রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানজনক স্বাধীনতা পুরস্কার (২০২০) পাওয়ায় নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে গতকাল জনতা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। সকালে রূপসী গাজী ভবনে মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান জনতা উচ্চ বিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, পরিচালনা কমিটির সদস্য নিগার সুলতানা রোজিনা ও বিদ্যায়লের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।