আজ মঙ্গলবার, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূমিদস্যুদের নৌকা দেওয়া যাবে না: দীপু

সংবাদচর্চা রিপোর্ট:

আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিছুর রহমান দীপু বলেছেন, পাপ্পা সাহেবের মাধ্যমে গোলাম দস্তগীর গাজী সাহেবের কাছে অনুরোধ, গোলাম দস্তগীর গাজী সাহেবের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ প্রকৃত ত্যাগী নেতাদের নৌকা দিতে হবে। যারা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগ করেছে ,আওয়ামী লীগ করার কারণে নির্যাতিত হয়েছে তাদেরকে নৌকার মাঝি করতে হবে। হাইব্রিড কাউয়াদের নৌকা দিলে আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। ভূমিদস্যুদের নৌকায় স্থান দেওয়া যাবে না। আগামী দিনে জাহেদ আলী নৌকা প্রতীকে নির্বাচন করবে।

বুধবার ( ২২ সেপ্টেম্বর) বিকালে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বরুণা এলাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।