আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ভূঁইয়া ডাইং আগুনে পুড়ে ছাই

ভূঁইয়া ডাইং আগুনে পুড়ে ছাই

ভূঁইয়া ডাইং আগুনে পুড়ে ছাই

আড়াইহাজার সংবাদদাতাঃ

আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়রনের আদর্শবাজার কালিবাড়িতে ভূইয়া ডাইং আগুনে পুড়ে ছাই  হয়ে গেছে। গতকাল  শুক্রবার ৩ আগস্ট গভীর রাতে আগুন লেগে যায় কারখানায়। এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি হয় বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।জানা গেছে  ডাইংটি শুক্রবার বন্ধ ছিল।

আশেপাশের লোকজন আগুন দেখতে পেয়ে স্থা’নীয় আড়াইহাজার ফায়ার সার্ভিসে খবর দিলে তারা রাত ১.৩০ মিঃ এসে প্রায় ১.০০ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ইনচার্জ রঞ্জিত এর কাছ থেকে আগুন লাগার বিবরণ জানতে চাইলে তিনি বলেন এটি বিদ্যুতের সর্ট সার্কিট থেকে লাগতে পারে বলে ধারণা করা যায়। ভূঁইয়া ডাইং এর মালিক সবুর ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন আমার কারখানা  শুক্রবার বন্ধ থাকে সেই সুযোগে শত্র“তামূলক পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে, এতে কোন সন্দেহ নেই। এখানে ২৫/৩০ জন শ্রমিক কাজ করে তারা কেউ ছিলনা।

মেইন গেইট বন্ধ ছিল। সবুর ভূঁইয়া বলেন ডাইং টেবিল পুড়েছে ১৪টি, গ্রে কাপড় পুড়েছে ১০০০ পিছ। বিভিন্ন আসভাবপত্র মিলে প্রায় ৭০লক্ষ টাকার ক্ষতি হয়। বর্তমানে পূণরায় তৈরি করতে গেলে ১ কোটি টাকার প্রয়োজন বলে জানান। তাই তিনি সুস্থ তদন্তের মাধ্যমে বিষয়টি দেখার জন্য আইনগত সহযোগিতা কামনা করেন।