সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে পারফেক্ট স্পেশালাইজড্ হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সার্ভিসেস সেন্টার উদ্বোধন করা হয়েছে । শনিবার ( ২১ আগস্ট) বিকালে ভুলতায় ফিতা কেটে এ হসপিটাল উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ।
এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান তুহিন, বস্ত্র ও পাটমন্ত্রীর বিশেষ সহকারী এমদাদুল হক, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগ সাধারণ সম্পাদক শীলা রানী পালসহ হসপিটালের মালিক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।