আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যর্থ নেতারা ,পরিবারের চেষ্টায় মুক্তি

সংবাদচর্চা রিপোর্ট:

বেগম খালেদা জিয়ার পরিবার ও স্বজনরা চেষ্টা চালিয়ে শর্ত সাপেক্ষে তাকে ৬ মাসের জন্য মুক্ত করেছে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হয় খালেদা জিয়ার। সেই থেকে নারায়ণগঞ্জসহ সারা দেশের বিএনপির নেতারা খালেদা জিয়াকে মুক্তি করার জন্য তেমন আন্দোলন গড়ে তুলতে পারেনি। তারা আইনী লড়াইয়ে হেরে গেছে। বিএনপির শীর্ষ ও স্থানীয় নেতাদের ব্যর্থতায় বেগম খালেদা জিয়া ২ বছর ১ মাস ১৭ দিন কারাগারে ছিলো। বুধবার বিকাল ৪টা ১২ মিনিটে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বের হয়ে বাসা গেছেন তিনি । খালেদা জিয়ার স্বজনদের চেষ্টায় খালেদা মুক্তি পেয়েছে। খালেদা জিয়ার বোন – ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে খালেদা জিয়ার মুক্তির জন্য সাক্ষাত করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে ৬ মাসের জন্য মুক্তি দিয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম।

জানা গেছে বিভিন্ন মামলায় খালেদা জিয়ার ১৭ বছরের দণ্ড স্থগিত করেছে সরকার।