সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দাউদপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করে স্থানীয় আওয়ামীলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
প্রধান অতিথির বক্তৃতায় গোলাম দস্তগীর গাজী বলেন, আগস্ট মাস বাঙালির শোকের মাস। এটা আমাদের হারানোর মাস। বঙ্গবন্ধুকে হত্যার পর ঘাতকরা রাষ্ট্র ক্ষমতায় এসে দেশের কোন উন্নয়ন করে নাই। তারা শুধু নিজেদের উন্নয়ন করে। বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রক্ষমতায় এসে ব্যাপক উন্নয়ন করেছে। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে ব্যক্তি দেখে নয় উন্নয়ন দেখে ভোট দিবেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলম নীলা, আওয়ামীলীগ নেতা মতি আকন্দ, আজমত আলী, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, তাবিবুল কাদির তমাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ সম্পাদক আলহাজ্ব শাহীন মালুম, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, কাউন্সিলর রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, উপজেলা যুবলীগের সভাপতি তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খায়রুল আলম, দাউদপুর ইউনিয়নের মহিলা মেম্বার বৃষ্টি, কায়েতপাড়া ইউনিয়নের মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টি, বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা , দাউদপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।