আজ বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেলদী ফাজিল মাদ্রাসার ৪ তলা ভবন উদ্বোধন

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার বেলদী দারুল হাদীস ফাজিল মাদ্রাসার নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বৃহস্পতিবার ২১ এপ্রিল বিকালে তিনি এ ভবন উদ্বোধন করেন।
এসময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, দাউদপুরে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক উন্নয়ন করেছি। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান দুইটা করেও ভবন পাইছে। বেলদী মাদ্রাসার উন্নয়ন হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব । তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শাহীন মালুম, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান আকন্দ, মারফত আলী, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহাবুবুর রহমান মেহের, রূপগঞ্জ উপজেলা মহিলা লীগ সাধারণ সম্পাদক শীলা রানী পাল ,রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগ সভাপতি রিয়া,সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল ,সাধারণ সম্পাদক মাছুমসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।