আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনাপোল বিজিবি ক্যাম্পে ৭ নারী পুরুষ আটক

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে ৭ নারী পুরুষ আটক

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পে ৭ নারী পুরুষ আটকযশোর প্রতিনিধি: যশোর জেলার বেনাপোল সীমান্ত থেকে ৩ শিশুসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে বেনাপোল পৌর এলাকার ছোট আঁচড়া মন্দিরের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাদ্দাম হোসেন (২৮) সাজিয়া আক্তার (২২) আরজিনা (৪০) রহিমা (২৪) ও শিশু সহ মোট ৭ জন এদের সকলের বাড়ী কুষ্টিয়া, নরাইল, মোরলগঞ্জ এলাকায়।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায়, ভারত সীমান্ত পাড়ি দিয়ে বেশ কিছু নারী-পুরুষ ছোট আঁচড়া মন্দিরের সামনে অবস্থান করছে। এমন সময় ল্যান্স নায়েক আব্দুর রহমান, নজরুল ইসলাম ও সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে ৩ শিশুসহ ৭ জনকে আটক করা করেন।

বেনাপোল চেকপোস্টের আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।