টি.আই.আরিফ:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের বিভ্রান্ত করেছে রাজাকাররা। এখন কেউ বিভ্রান্ত হবেন না। শেখ হাছিনা গণতন্ত্রের নামে স্বৈরাতন্ত্র কায়েম করেছে। শেখ হাসিনা পালিয়েছে। আমরা এমন কাজ করবো না।
গতকাল তারাব পৌরসভার ৯ নং ওয়ার্ডে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
কাজী মনির আরও বলেন, বিভক্তি যেনো আমাদেরকে দুর্বল না করে। আমাদের গণতন্ত্রে শনি কাটেনি। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। সবাই ৩১ দফা প্রচার করবো।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুব রহমান।