আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজয়ের মাসে ষড়যন্ত্র কারীরা নৌকার বিজয় ঠেকাতে পারবে না : হাছিনা গাজী

নবকুমার: রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি তারাব পৌর মেয়র হাছিনা গাজী বলেছেন, নৌকা স্বাধীনতা এবং উন্নয়নের প্রতীক । বিজয়ের মাসে ষড়যন্ত্রকারীরা নৌকার বিজয় ঠেকাতে পারবে না। যে কোন মূল্যে রূপগঞ্জে নৌকার বিজয় নিশ্চিত করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে উপহার দেব।

বুধবার  তারাব পৌর সভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে হাছিনা গাজী বলেন, যারা জ্বালাও পোড়াও করে, তারা কখনো এদেশের মঙ্গল কামনা করে না।ওরা রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে আবার জঙ্গিবাদের উত্থান হবে। দেশ বাসিকে আগামী নির্বাচনে বিএনপি- জামায়াত জোটকে বর্জন করতে হবে।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তরুণ শিল্প উদ্যোগক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পা। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশ বাসি সেই উন্নয়নের সুফল ভোগ করছে। আগামী নির্বাচনে যদি নৌকা হারে দেশের উন্নয়ন পিছে যাবে।

গোলাম মর্তুজা পাপ্পা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কোন সহিংসতা করবেন না। স্বাধীনতা বিরোধী জামায়াত বিএনপি যেন জনগণকে ভুল বুঝাতে না পারে সে দিকে নজর রাখবেন।

দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ বাসিকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌর যুব লীগের সভাপতি মো: মোশারফ হোসেন,আওয়ামীলীগ নেতা নজরুল চৌধুরী,অলিউল্লাহ মিজি, মোখলেসুর রহমান , ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম প্রমুখ।