আজ শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘বিএনপি নেতারা প্রতিনিয়ত মিথ্যাচার করছে’

নবকুমার:

বিএনপি- জামায়াতসহ বিরোধী দলের নৈরাজ্য, বিশৃংঙ্খলা ও নাশকতা প্রতিহত করার লক্ষ্যে গতকাল রূপগঞ্জ, কাঞ্চন, ভুলতা, গোলাকান্দাইল, তারাব, দাউদপুর, মুড়াপাড়া, কায়েতপাড়ায় শান্তি সমাবেশ ও সন্ত্রাস বিরোধী মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি।

এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মাহাবুবুর রহমান মেহের, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, জেলা পরিষদ সদস্য সীমা রানী পাল, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ সহ দলীয় নেতাকর্মী ও মন্ত্রীর অনুগতরা উপস্থিত ছিলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, বিএনপি নেতারা প্রতিনিয়ত আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। জনগণ বিএনপি নেতাদের কথায় কান দেবে না। তাদের অসত্য, মনগড়া ও বানোয়াট বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাই।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, বিএনপির বিরুদ্ধে আমাদের ভোট হবে। জনগণের কাছে যেতে হবে। অহংকার দেখানো যাবে না। আমাদের সরকারের উন্নয়নগুলো প্রচার করতে হবে। বিএনপির অপকর্ম জনগণের কাছে তুলে ধরবেন। বিরোধী দল অনেক ষড়যন্ত্র করছে। যার যার এলাকায় সবাই সতর্ক অবস্থানে থাকবে।
রূপগঞ্জবাসীর উদ্দেশে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, আপনারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উন্নয়ন দেখে নৌকায় ভোট দেবেন। মুড়াপাড়া কলেজ এবং পাইলট স্কুল সরকারীকরণ করেছি, ভুলতা ফ্লাইওভার করেছি, মুড়াপাড়ায় গাজী সেতু করেছি, তারাবতে সুলতানা কামাল সেতু হয়েছে, রাস্তা-ঘাটের উন্নয়ন করেছি। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন দিয়েছি। কি দেই নাই আমরা? পাতাল রেল হচ্ছে। কারও চেহারা দেখে ভোট দেবেন না। বিএনপি জনগণের সাথে রাজনীতির নামে অনেক ভাওতাবাজি করেছে। তাঁরা এখন কোনকিছুতেই পারছে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের উন্নয়ন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিএনপি শেখ হাসিনার সরকারকে হটাতে পারবে না। সরকার চেষ্টা করছে পণ্যের দাম কমানোর। কিছু পণ্যের দাম কমেছে। অন্য সব ঠিক হয়ে যাবে।