আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির প্রতীকী অনশনে নেতাকর্মীরা

বিএনপির প্রতীকী অনশনে

বিএনপির প্রতীকী অনশনেসংবাদচর্চা রিপোর্ট:

বিএনপির চেয়ারপার্সন  খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আজ সোমবার সকাল ৯টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

এর আগে সকাল ৮টার মধ্যেই প্রতীকী অনশন কর্মসূচিস্থলে বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেন। এরপর যোগ দেন দলটির সিনিয়র নেতারা।

কর্মসূচি শুরুর পর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণ। খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ‘আমার মা জেলে কেন, প্রধানমন্ত্রী জবাব চাই’, ‘খালেদা জিয়াকে জেলে রেখে, ঘরে ফিরে যাবো না’ ইত্যাদি স্লোগান দেন।

এদিকে, প্রতীকী অনশন শুরুর পর থেকে বক্তব্য দেন দলের বিভিন্ন স্তরের নেতারা। তাঁরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানান।

প্রতীকী অনশনে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নিতাই রায় চৌধুরী, চোয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কবির মুরাদ, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

স্পন্সরেড আর্টিকেলঃ