আজ বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির নাশকতার বিরুদ্ধে গন্ধর্বপুরে সমাবেশ

সংবাদচর্চা রিপোর্ট:

বিএনপি-জামায়াতের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্যে সমাবেশ করেছে তারাব পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন । গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় তারাব পৌরসভার তেঁতুলতলা চত্ত্বরে এই সভা হয়। সভায় বক্তব্য রাখেন তারাব পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম মনির, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলতাফ হোসেন গোলবক্স, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী আমিনুল হক, সাধারণ সম্পাদক মো: তাহের আলী, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত হিরা,তারাব পৌর যুবলীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম জুয়েল, তারাব পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শাহবাজ আজাদ, তারাব পৌর ছাত্রলীগ সভাপতি আওলাদ হোসেন। এসময় আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিএনপির নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দেন ।