নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির আইনজীবী এড. এইচএম আনোয়ার প্রধানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। হঠাৎ করেই একটি গাড়ী এসে সাদা পোষাকে তাকে তুলে নিয়ে যায়। অনেকের মতে, সাদা পোশাকধারী লোকগুলো ডিবি হতে পারে আবার অনেকের মতে ক্যাডার কিংবা সন্ত্রাসী বাহীনি।
বৃহম্পতিবার (২৪ জানুয়ারি) জেলা আইনজীবী সমিতির ভোট চলাকালে এ অভিযোগ করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।
কামাল বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ভাবে চলছিলো তবে হঠাৎ করেই বিএনপির একজন আইনজীবিকে কে বা কারা এখান থেকে ধরে নিয়ে গেল। তারপর থেকেই এখানে একটি আতঙ্ক বিরাজ করছে এবং কারোর মধ্যে কোন স্বস্তি নেই। এখানে সকাল থেকেই একটি উৎসবমুখর পরিবেশ ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। নির্বাচন হচ্ছে আইনজীবীরা ভোট দিবে তারা ভিতরে যাচ্ছে, ভোট দিচ্ছে। যারা প্রার্থী তারা আইনজীবি আবার যারা ভোট দিচ্ছেন তারাও আইনজীবি। সেখানে ভোটের মধ্যে দিয়ে প্রার্থী নির্বাচিত হবে। এটা আমরা সকলেই আশা করি। কিন্তু এতো সুন্দর পরিবেশের মধ্যে হঠাৎ করেই নির্বাচনের প্রাঙ্গন থেকে একজন আইনজীবিকে নিয়ে যাওয়ার কারনেই এখানে হঠাৎ করে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, সকলেই আসছেন ভোট প্রদান করছেন এবং বলছেন শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। আমরা যারা পর্যবেক্ষক তারা নিজের চোখে শুধু অনোয়ার প্রধানকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ছাড়া আর কোন ঘটনা আমরা দেখিনি।