আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ঔষধ ব্যবসায়ীর বাড়ী দখলের চেষ্টা

বাড়ী দখলের চেষ্টা

 

বন্দর প্রতিনিধি:
বন্দরে ঔষধ ব্যবসায়ী ক্রয়কৃত সম্পত্তী দখলে ব্যর্থ হয়ে বাড়ী ঘরে ব্যাপক ভাংচুর চালিয়ে ২ লাখ টাকা ক্ষতি সাধন করেছে ভূমিদস্যূ মাজহারুল ইসলাম মাজুসহ তার সাঙ্গপাঙ্গরা।
শনিবার বেলা ১১টায় বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে নিরিহ ঔষধ ব্যবসায়ী মহসিন আলী বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০০০ সালে বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার মৃত আসাদ আলী মিয়ার ছেলে ঔষধ ব্যবসায়ী মহসিন আলী মিয়া নবীগঞ্জ টি-হোসেন রোড এলাকার বাসেদ মিয়ার ছেলে সিরাজুল ইসলামের নিকট ৫ শতাংশ বসত বাড়ী ক্রয় করে।
বসত বাড়ী প্রকৃত মালিক মহসিন আলী মিয়া র্দীঘ ১৮ বছর যাবত ক্রয়কৃত সম্পত্তী ভোগ দখল করে আসচ্ছে।
অথচ নবীগঞ্জ টি-হোসেন রোড এলাকার মৃত আক্কাস আলী মিয়ার ছেলে ভূমিদৎসু মাজাহারুল ইসলাম মাজু ও তার ২ সন্ত্রাসী ছেলে বাপ্পী ও জয়সহ অজ্ঞাত ৬/৭ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে নিরিহ ঔষধ ব্যবসায়ী ক্রয়কৃত সম্পাত্তী দখলের জন্য বাড়ী ঘরে হামলা চালায়। হামলাকারী বাড়ী ঘরে তান্ডব নিলা চালিয়ে প্রায় ২ লাখ ক্ষতি সাধন করে।
এ ব্যাপারে ঔষধ ব্যবসায়ী বাদী হয়ে ঘটনার দিন দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।