আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬টি বাল্কহেডকে জরিমানা

বাল্কহেডকে জরিমানা

বাল্কহেডকে জরিমানা

 

বন্দর প্রতিনিধি:
বন্দরে ভ্রাম্যমান আদালত কলাগাছিয়া এলাকায় মেঘনা নদীর শম্ভুপুরা মোড়ক নামক এলাকায় অভিযান চালিয়ে বালুবাহী ৬টি বাল্কহেডকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার বিকেল ৫টায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তেলন ও পরিবহনের দায়ে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে বাল্কহেড মালিক কাঁচপুর এলাকার জাকির হোসেন সোনারগাঁ উপজেলার আরিফ হোসেন ও শাহীন মুন্সিগঞ্জ জেলার আব্দুল্লাহপুর এলাকার শাহীন ও সোনারগাঁ এলাকার আমির হোসেন ও কলিমউদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কলাগাছিয়া নৌ ফাঁড়ির ইনচাজ ইন্সপেক্টর নাসির উদ্দিন অভিযানের সময় উপস্থিত ছিলেন।