আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লার ছোট ছেলে ছালাউদ্দিন তার স্ত্রী ও একমাত্র মেয়েসহ আর বেশ কয়েক মিলে চলতি মাসের ১ তারিখে একটি সাদা রংঙের প্রাইভেটকার দিয়ে সিলেট যাচ্ছিলেন। নরসিংদী কাদের মোল্লা টেক্সাটাইল মিল এলাকায় গাড়ীটি পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা ঢাকা একটি দ্রুতগতির যাত্রীবাহি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আরমান নামে এক যাত্রীর স্ত্রী। এসময় গাড়ীতে থাকা ছালাউদ্দিন, তার স্ত্রী, ও সন্তান ইভা মারাত্মকভাবে আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকার এ্যাপোলো হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একমাত্র মেয়ে ইভা গতকাল চলে যান না ফেরার দেশে।
তবে নিহত ইভার বাবা ও মা এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছেন। তারা (আইসিইউতে) চিকিৎসাধীন। ইভাকে এক নজড় দেখতে এলাকার শতশত নারী-পুুরুষ তাদের বাড়িতে ভীড় জমায়। পুরো এলাকাই শোকের চাদরে ঢেকে গেছে। একটি সড়ক দুর্ঘটনায় একটি একই পরিবারের পুরো সদস্যই আজ বিপদের মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই গাড়ীর চালক ছিলেন বেপারোয়া। তিনি সব সময়ই বেপারোয়া গতিতে গাড়ী চালাতেন। সেদিনও তিনি বেপারোয়া গতিতেই গাড়ীটি চালিয়েছেন বলে অনেকেই অভিযোগ করেছেন। এ ঘটনার জন্য অনেকেই চালককেই দায়ী করেছেন। তবে এ ঘটনায় চালকও আহত হয়েছেন। তিনি একটি বেসকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদিকে মরহুমের মাগফিরাত কামনা করে মেহের আলী মোল্লা ও তার পরিাবরের লোকজন এলাকারবাসীর কাছে দোয়া চেয়েছেন।