আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ সকল ধর্মের নিরাপদ আভাস ভূমি : বস্ত্র ও পাট মন্ত্রী

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার ভোলাব কালীবাড়িতে ৪০ প্রহর ব্যাপী হরিনাম কীর্তন পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। গতকাল সন্ধ্যায় মন্ত্রী ভোলাব কালী বাড়িতে কীর্তন পরিদর্শনে গেলে তাকে ফুল দিয়ে বরণ করে নেয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

গোলাম দস্তগীর গাজী বলেন, বাংলাদেশ সকল ধর্মের নিরাপদ আভাস ভূমি। এখানে কোন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীর স্থান হবে না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মের লোক শান্তিপূর্ণ ভাবে বসবাস করছে।

তিনি বলেন, ‘মানবতাই ধর্মের শ্বাশত বাণী। তাই ধর্মীয় রীতিনীতি মেনে চলার পাশাপাশি মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। বাঙালির চিরায়ত ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ডা. কৃষ্ণ দয়াল দাস, ভোলাবো পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল হক, ভোলাবো ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারনণ সম্পাদক হাসান আশকারী, আওয়ামী লীগ নেতা এড. তায়েবুর রহমান, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রাণী পাল, উপজেলা যুবমহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতাসহ।