সংবাদচর্চা রিপোর্ট : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। গতকাল গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাট মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর আব্দুল হাই মন্ত্রীর ঢাকার বাসায় যান। তিনি গোলাম দস্তগীর গাজীর হাতে ফুলের তোড়া উপহার দেন।
এসময় আব্দুল হাই বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ বাসির দাবি পূরণ করেছে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গোলাম দস্তগীর গাজীর প্রতি শুভকামনা রইল।