নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সাথে মত বিনিময় সভা করেছে রূপগঞ্জ উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তার মমতাজ বেগম। বৃহষ্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলা কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোলাম দস্তগীর গাজী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, রূপগঞ্জে শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার তাই করবেন। মাদক সন্ত্রাসী দুর্নীতিবাজদের সাথে আতাত করে চলবেন না। যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে তাকে ছাড় দেয়া হবে না।
এছাড়া গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খোঁজ খবর নেন এবং তা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন উপজেলা প্রশাসন কে।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম,উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজু ভূইয়া সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ।