আজ রবিবার, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

বরপায় প্রিন্স ও ধানসিঁড়ি রেস্তোরাঁকে জরিমানা , অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ দুই শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সাথে বাণিজ্যিক প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে চল্লিশ হাজার টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে বুধবার (২১ মে) দুপুরে উপজেলার বরপা বাসস্ট্যান্ড এলাকার তিনটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় প্রিন্স চায়নিজ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার ও ধানসিঁড়ি রেস্তোরাঁ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার ও বার্ণার।
একই সাথে এই দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে বিশ হাজার করে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়া অর্ধ শতাধিক বাড়ির দুই শতাধিক অবৈধ আবাসিক গ্যাসের সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
পরে তিতাসের মূল বিতরণ সংযোগ থেকে নেয়া অবৈধ সংযোগস্থল গুলো স্থায়ীভাবে সিলগালা করে দেয় তিতাস কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের স্থানীয় ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।