আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দর হরিপুরে রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি

সংবাদচর্চা রিপোর্ট:
বন্দরের হরিপুর এলাকায় কয়েক হাজার মানুষের চলাচলের রাস্তার মাঝখানে বৈদ্যুৎতিক একটি খুঁটি এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই খুঁটির কারনে এ রাস্তায় রিকশা, ভ্যান, ব্যাটারি চালিত অটো রিকশা চলতে সমস্যায় পড়তে হয় বলে জানান স্থানীয়রা। তারা আরও জানান, কর্তৃপক্ষের সঙ্গে বার-বার যোগাযোগ করলেও খুঁটিটি অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে না।

সোমবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডের হরিপুর এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি ঠায় দাঁড়িয়ে আছে। এখানে খুঁটি থাকায় বড় ধরনের গাড়ি থেকে শুরু করে রিক্সা, অটো রিক্সা, ভ্যান গাড়ি, ব্যাটারি চালিত অটো রিক্সা, চলতে পারে না।

এলাকাবাসী জানান, নাসিক কাউন্সিলর বাবুলকে বিষয়টি জানানো হয়েছে। তবে কোন ব্যবস্থা নেয়া হয়নি। তারা আরও জানান, এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষের যাতায়াত। রাস্তার মাঝখানে খুঁটি থাকায় আমাদের চলাচলসহ নানা ধরনের অসুবিধা ও দুর্ভোগ পোহাতে হচ্ছে । রাস্তাটি পাকা হলেও এখান দিয়ে কোনো যানবাহন ঠিকমতো চলাচল করতে পারছে না। তাদের আশঙ্কা, অগ্নিকান্ডসহ কোনো ধরনের দূঘর্টনায় পড়লে দমকল বাহিনী গাড়ি নিয়ে এখানে আসতে পারবে না। কেউ অসুস্থ হলে এ্যাম্বুলেন্স আনা সম্ভব নয়।

এ বিষয়ে মদনপুর পল্লীবিদ্যুৎ অফিসের ডিজিএম পার্থ চক্রবর্তী দৈনিক সংবাদচর্চা কে জানান, আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আমি এই বিষয়টি দ্রুত দেখবো।