বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দরে এক স্কুল ছাত্রীকে যৌনহয়রানীর অভিযোগে যুবক ইসমাইল হোসেনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
সোমবার ১লা ফেব্রুয়ারি বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বন্দর থানায় নারী ও মিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এর আগে সকালে উপজেলার কামতাল এলাকার জনৈক আবুল হাসেম মিয়ার বাড়ী সামনে নির্জন স্থানে ওই ছাত্রীকে যৌনহয়রানী করে
ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীর বাবা গনমাধ্যমকে জানায়, বন্দর উপজেলার হালুয়াপাড়াস্থ একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। করোনা ভাইরাসের কারনে স্কুল বন্ধ থাকায় নিয়মিত প্রাইভেট পড়তে যায়।
সোমবার সকাল ৮টার দিকে প্রাইভেট পড়তে বের হয়ে কামতাল সাকিন্থ আবুল হাসেমের বাড়ীর সামনে আসলে ওই সময় ওৎপেতে থাকে ওই এলাকার আবু বাশার মিয়ার ভাড়াটিয়া ইয়াসিন মিয়ার ছেলে ইসমাইল পথ রোধ করে যৌনহয়রানী করে।
তিনি আরও বলেন, আমার মেয়ের ডাকচিৎকার করলে ওই সময় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় ইসমাইল কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, স্কুল ছাত্রীকে যৌনহয়রানী করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।


