বন্দর প্রতিনিধি:
বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫৭ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২ শ’ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার রাতে থানার মদনগঞ্জ লক্ষারচর ও বন্দর কলাবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং-৭৯(৫)১৮ ও ৮০(৫)১৮।
থানা সূত্রে জানা গেছে, মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ মঙ্গলবার রাতে বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ শ’ গ্রাম গাঁজাসহ একই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে গাঁজা বিক্রেতা মোশারফ (৬২)কে গ্রেপ্তার করে।
এ ছাড়াও বন্দর থানা পুলিশ একই রাতে বন্দর কলাবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার সাইজুদ্দিন মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী শাহজাহান (৩০)কে গ্রেপ্তার করে।
ধৃত ২ মাদক ব্যবসায়ীকে পৃথক ২টি মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।