বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের কদমরসুল পৌরসভা এলাকায় আকিজের দূষণ রুখতে চাই,দূষণ মুক্ত পরিবেশ চাই,আকিজ ফিডের দূর্গন্ধ থেকে বাঁচতে চাই। এই স্লোগানকে সামনে রেখে আকিজ সিমেন্ট ও ফিডের বায়ু দূষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭জুন নবীগঞ্জ ২৩ নং ওয়ার্ড কদম রসুল পৌরসভা মোড়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সমাজ কর্মী পিংকি আক্তার,সমাজ সেবক ফয়সাল আহমেদ রবিন,মুসফিকুর রাব্বি,সোহাগ,সাঈদ আরমান,সাগরসহ স্থানীয় শতাধিক সচেতন মহল।
এ সময় বক্তারা বলেন, নবীগঞ্জে আকিজ সিমেন্টের বিষাক্ত ড্রাস্ট ও আকিজ পল্ট্রি ফিডের দূর্গন্ধে বন্দর বাসীর জনজীবন অতিষ্ট। জনসাধারনের বসবাসের অযোগ্য নগরীতে পরিনত হয়ে গেছে। এর ফলে ভবিষ্যতে ফুসফুসে ক্যান্সার, যক্ষা, শ্বাসকষ্ট, এলার্জি, হাঁপানি ও হৃদরোগ সহ নানা মরণ ব্যাধিতে আক্রান্ত হবে মানুষ। আমরা এর প্রতিকার চাই। পল্ট্রি ফিডের দূর্গন্ধ বন্ধ করতে হবে। আকিজ সিমেন্ট ফ্যাক্টরির ড্রাষ্ট নির্গত রোধে বিকল্প ব্যবস্থা গ্রহন করতে হবে।