আজ রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে অটোবাইক উল্টে গার্মেন্টস শ্রমিক নিহত

বন্দরে অটোবাইক উল্টে

বন্দরে অটোবাইক উল্টে

বন্দর প্রতিনিধি:
বন্দরে অটোবাইক উল্টে ইকবাল হোসেন (৩২) নামে দুই সন্তানের জনক ও গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বন্দরের দাশেরগাঁও বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার ও অটো চালক রাকিব (৩০) কে আটক করেছে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, মদনপুর থেকে একটি অটোবাইক নবীগঞ্জে যাওয়ার পথে দাশেরগাঁও বাস স্ট্যান্ডে এলে একটি মটর সাইকেলকে সাইড দিতে গিয়ে অটো বাইকটি রাস্তার উপরেই উল্টে গিয়ে অটো বাইক যাত্রী গামের্ন্টস শ্রমিক ইকবাল হোসেন অটোবাইকের নিচে চাপা গড়ে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পষে সে মারা যায়।
এ ব্যপারে লাশের সুরতহাল রেকর্ডকারী এসআই হানিফ জানান, নিহত ইকবাল বিকেলে তার কর্মস্থলে যাওয়ার সময় অটোবাইকে দুর্ঘটনায় মারা যায়। পরিবারের আপত্তির কারণে লাশ মর্গে পাঠানো হয়নি। অটোবাইক ও চালককে আটক আটক করা হয়েছে। নিহত শ্রমিক বন্দরের বনগন এলাকার মৃত আলতাজ উদ্দিন মিয়ার ছেলে। এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছে।