আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গমাতার জন্মদিনে জেলা আওয়ামী লীগের দোয়া

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত নির্মম হত্যাকান্ডের ঘটনায় নিহত হন বঙ্গমাতা ফজিলাতুন নেছা।

শনিবার ৮ আগস্ট বাদ আসর শহরের ২নং রেলগেইটস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়ায় ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের জন্য দোয়া ও করোনা থেকে মুক্তির জন্য দেশবাসির জন্য প্রার্থনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল পারভেজ প্রমুখ।

উল্লেখ্য, শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মাত্র তিন বছর বয়সে পিতা ও পাঁচ বছর বয়সে মাতাকে হারান। তার ডাক নাম ছিল ‘রেণু’। পিতার নাম শেখ জহুরুল হক ও মাতার নাম হোসনে আরা বেগম। দাদা শেখ কাসেম, চাচাত ভাই শেখ লুৎফর রহমানের পুত্র শেখ মুজিবুর রহমানের সঙ্গে বেগম ফজিলাতুন্নেছার বিবাহ দেন।