আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সমাজ সেবায় বঙ্গবন্ধুর কন্যা দৃষ্টান্ত স্থাপন করেছে : বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, সমাজ সেবায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি অসহায় রোগীদের সহায়তা দিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী বিধবা ভাতাসহ বিভিন্ন প্রকার ভাতা বৃদ্ধি করেছেন। যা অতীতে কোন সরকার প্রধান করেন নাই। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার ( ১২ জুলাই) রূপসী গাজী ভবনে সমাজ কল্যাণ অধিদফতরের উদ্যোগে রূপগঞ্জের অসহায় ক্যান্সার কিডনি লিভারসিরোসিস  জন্মগত হৃদরোগ ও প্যারালাইজড রোগে আক্রান্তদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। জানা গেছে  রূপগঞ্জ উপজেলার ১১জনকে ৫০হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। 

তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বঙ্গবন্ধুর কন্যা মানবতার জননী উপাধি পেয়েছেন। সারা বিশ্ব বাংলাদেশকে মানবিক রাষ্ট্রের মর্যাদা দিয়েছে।

গোলাম দস্তগীর গাজী বলেন , বর্তমান সরকারের আমলে মানুষের গড় আয়ু বাড়ছে। মাতৃ ও শিশু মৃত্যুর হার হ্রাস পেয়েছে। জীবন যাত্রার মানবৃদ্ধি পেয়েছে। তথ্য প্রযুক্তিতে বিপ্লব ঘটেছে। ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত বিশ্বে চলে যাবে। ২০২১ সালে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার এক নম্বর সমৃদ্ধশালী দেশ।

এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোলাইমান হোসেন প্রমুখ।