আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেসবুক বন্ধুকে অপহরণের ঘটনায় সিদ্ধিরগঞ্জে গ্রেফতার ৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

সিদ্ধিরগঞ্জে ফেসবুক বন্ধুকে অপহরণ করে ৪০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মুক্তিপণের ১৫ হাজার টাকা ও রূপার চেইন। ঘটনাটি ঘটে গত সোমবার দুপুরে জালকুড়ি আরকে পার্ক এলাকায়।

অভিযোগ পেয়ে রাতেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন অপহৃত মো: মিঠুন।

ধৃতরা হলো, আলাউদ্দিন (২৪), মো: শুভ (২৩). ইমন (১৮) ও রফিকুল ইসলাম (২৩)। পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে গেছে মূল হোতা রুবেল ওরফে সুজন (২৫)। ।

অপহৃত মিঠুন রূপগঞ্জ উপজেলার বরালো এলাকার সূর্যত আলীর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানান, মিঠুনের সাথে ফেসবুকে বন্ধুত্ব হয় রুবেল। তাদের মধ্যে ফেসবুকে কথা হতো। বন্ধুত্বের সুবাদে রুবেলের আমন্ত্রে মিঠুন সোমবার দুপুরে জালকুড়ি বাসস্ট্যান্ডে আসে। সেখান থেকে রুবেল তার সহযোগী ইমনের মাধ্যমে মিঠুনকে জালকুড়ি আরকে পার্কের পিছনে নিয়ে যায়। সেখান থেকে রুবেল ও তার ৪ সহযোগী মিঠুনকে আটক রেখে মারধর করে তার সাথে থাকা টাকা-পয়সা, মোবাইল ও একটি রূপার চেইন ছিনিয়ে নেয়। পরে রুবেল তার মোবাইল থেকে মিঠুনের ভগ্নিপতির কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা দাবী করে। বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা দিলে মিঠুনকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে মিঠুন থানায় এসে অভিযোগ করলে পুলিশ ওই ৪ জনকে গ্রেফতার করে।