সংবাদচর্চা রিপোর্ট:
বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ফতুল্লা থানা শাখার ২১শ শ্রমিকের ঘরে খাদ্য নেই। সরকারী খাদ্যের দাবিতে শুক্রবার মে দিবসে সংগঠনটির ফতুল্লা থানা শাখার নেতৃবৃন্দসহ শ্রমিকরা কুতুবপুর এলাকায় রাস্তায় দাড়িঁয়ে মানবববন্ধন করেছেন।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ফতুল্লা থানা শাখার সাধারণ সম্পাদক মো: করিব হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে সারা বাংলাদেশের ন্যায় আমাদের কর্মকান্ড স্থগিত করে দিয়েছি। কয়েকদিন যাবত শ্রমিকদের কাজ নেই। ঘরেও তেমন খাবার নেই। অনেকের কাছে ত্রাণের জন্য দাবি জানিয়েছেন কিন্তু কোনো সংগঠন কোনো সহযোগিতা করেনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় নির্মাণ শ্রমিকদের জন্য বরাদ্দ ঘোষণা করেছে। আমরা শুনেছি নামে মাত্র। আমরা এর সুফল ভোগ করতে পারি নাই। প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো। আপনি গরীব দুঃখী অসহায় মানুষের দুঃখ সুখের সাথী। আপনে অসহায়ের বন্ধু। আপনার কাছে আমরা বিনীত অনুরোধ জানাব আমাদের নির্মাণ শ্রমিকের ঘরে খাবার নাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা জোরদাবি জানাচ্ছি আপনার পক্ষ থেকে যেনো আমাদের নির্মাণ শ্রমিকদের জন্য একটা ব্যবস্থা করা হয়।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ফতুল্লা থানা শাখার সভাপতি খলিলুর রহমান বলেন, ফতুল্লা থানায় প্রায় ২১শ ইরামত নির্মাণ শ্রমিক রয়েছে। জেলা প্রশাসক , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিল্টুর কাছে আবেদন করে আমরা ফতুল্লা থানা নির্মাণ শ্রমিকরা কোথাও থেকে কোনো সহায়তা পায়নি।
পরে বাংলাদেশ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ফতুল্লা থানা শাখার উদ্যোগে ব্যানার হাতে রাস্তায় দাঁড়িয়ে মে দিবস পালন করা হয়।