আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফতুল্লার সাইনবোর্ডে সড়ক দুর্ঘটনায় তসলিম হোসেন (৩৫) নামের ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে । শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৩টায় দুর্ঘটনার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৪টায় মারা যান।

নিহত তসলিম হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার আব্দুর রবের ছেলে। তিনি রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় থাকতেন। পেশায় তিনি ব্যাংক কর্মকর্তা ছিলেন।

নিহত তাসলিমের বোন পারভীন আক্তার জানান, দুপুরে বাসা থেকে মোটরসাইকেলে শিমরাইল যাচ্ছিলেন তসলিম। পথিমধ্যে সে দুর্ঘটনার শিকার হন। বে কিভাবে তসলিম দুর্ঘটনার শিকার হন সেটা জানা যায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, ময়নাতদন্তের জন্য তসলিমের মরদেহ মর্গে রাখা হয়েছে।