নিজস্ব প্রতিবেদক:
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদল নেতা মো.নজরুল ইসলামের উদ্দ্যেগে মিলাদ, দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
বুধবার ( ৩০ মে) বাদ যোহর ফতুল্লার সেহাচর তক্কারমাঠে এ মিলাদ অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপন্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাড.আবুল কালাম আজাদ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. বোরহান বেপারী।
আরও উপস্থিত ছিলেন, মো.সাগর, এসকে শাহীন, আল আমিন মাদবর, মাকসুদুর রহমান, আরিফ সরদার, ফরহাদ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি আজাদ বিশ্বাস বলেন, দেশের বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা আমাদের সকলের নেতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকীতে এটাই হোক আমাদের অঙ্গীকার দেশের বিপন্ন গনতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আমাদের দেশ মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কোন বিকল্প নেই। আসুন আমরা সবাই জাতীয়তাবাদের পতাকা তলে সমাবেত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করি।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদল নেতা মো.নজরুল ইসলামের উদ্দ্যেগে জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাদ যোহর মিলাদ ও দোয়া এবং ইফতারের পুর্বে প্রায় ৫ শতাধিক দরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিরিয়ানী বিতরন করা হয়।