আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় লিঙ্গবিহীন অর্ধ্বগলিত লাশ উদ্ধার

ফতুল্লায় লিঙ্গবিহীন

ফতুল্লা প্রতিনিধি:

ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে লিঙ্গবিহীন অজ্ঞাত এক শিশুর (১০) অর্ধ্বগলিত  লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পাগলার ম্যারি এ্যান্ডারসন বার ও রেস্টুরেন্টের কাছে নদীর কচুরীপানার সাথে লাশটি ভাষতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে লাশটি নদীর কেরানীগঞ্জ থানার অন্তর্ভূক্ত এলাকায় রয়েছে। পরে কেরানীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে ফতুল্লার পাগলা পুলিশ ফাঁড়ির সহযোগিতায় কেরানীগঞ্জ থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিহত শিশুটির পুরুষাঙ্গ কাটা ছিলো বলে পুলিশ জানায় ও পড়নে ছিল লাল রঙের হাফ প্যান্ট ও গেঞ্জি।

পাগলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির লিঙ্গ কাটা ছিল। এছাড়া পচন ধরায় মুখমন্ডল চেনা যাচ্ছিল না। নদীর ওই অংশ কেরানীগঞ্জ থানায় অবস্থিত হওয়ায় কেরানীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।