আজ বুধবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ফতুল্লায় বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় থানা বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (০৫ মার্চ) বিকেলে শহরের মাসদাইর ঈদগাহ এলাকায় নেতাকর্মীরা জড়ো হতে থাকলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
পরে তারা মাসদাইর তালা ফ্যাক্টরি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করে।

এ সময় থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল বলেন, আজ জনগণের পক্ষে কথা বলতে গিয়ে সরকারের পেটোয়া বাহিনীর বাধায় পড়েছি।

তারা আমাদের কোনোভাবেই কর্মসূচি পালন করতে দিচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, আমরা তাদের বলেছি রাস্তায় যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে।

কর্মসূচিতে ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম টিটু, যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমীন শিকদার, অ্যাডভোকেট আলমগীর হোসেন, ওমর আলী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, সদস্য সচিব রাসেল মাহমুদ, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপুসহ বিএনপির ফতুল্লা থানার নেতাকর্মীরা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ