আজ শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না- সুমন

সংবাদচর্চা রিপোর্ট

করোনাভাইরাস সংক্রমন রোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে সকলকে অনুরোধ করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি হামিদুর রহমান সুমন। তিনি বলেন, ভাইরাসটি তেমন কোন ভয়ংকর ভাইরাস নয়। আমাদের অবহেলা ও আর অধিক আত্মতুষ্টিতে ভাইরাসটি প্রাণঘাতিতে পরিণত হয়েছে। একটু সচেতন হলেই ভাইরাসটি প্রতিহত করা সম্ভভ। তাই তিনি সকলের সাধারণ মানুষদের বিশেষ প্রয়োজন ছাড়া আগামী কয়েকদিন বাসা থেকে বের হওয়া থেকে বিরত থাকতে বলেছেন।

২৫ মার্চ (বুধবার) রাতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ সভাপতি হামিদুর রহমানের সুমনের নেতৃত্বে করোনা ভাইরাস সংক্রোমন রোধে নগরীর বিভিন্ন এলাকায় মাস্ক ও হান্ড স্যানিটাইজার বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় নগরীর তল্লা, সবুজবাগ, গাচিপা, চাষাঢ়া সহ বেশ কয়েকটি স্থানে করোনা প্রতিরোধ ও সচেতনতার লক্ষ্যে সাধারণ মানুষদের মধ্যে মাস্ক ও হান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন, মহানগর ছাএদল নেতা আমিনুল ইসলাম, রুহুল আমিন, মো. মাহাবুব, মিজান, ইমন ও তারেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।